ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসকন নিষিদ্ধের দাবি ও সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪, ১১:৫০ এএম

ইসকন নিষিদ্ধের দাবি ও সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ শুক্রবার

ইসকন নিষিদ্ধের দাবি এবং তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আগামী শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরের জামিয়া রাহমিয়া আরাবিয়া মাদরাসায় অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৈঠকে হেফাজত নেতারা বলেন, দেশের কিছু পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে। এরই অংশ হিসেবে ইসকন দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ইসকন নিষিদ্ধ করার দাবি জানান এবং দেশবাসীকে সাম্প্রদায়িক উস্কানিতে পা না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। হেফাজত নেতারা এই হত্যাকাণ্ডকে “গৃহযুদ্ধ বাধানোর অপপ্রয়াস” হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এই ঘটনা দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার ষড়যন্ত্রের অংশ।

সোমবার (২৫ নভেম্বর) ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন (২৬ নভেম্বর) তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় তার অনুসারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

হেফাজতে ইসলাম নেতারা শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। তারা আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র থেকে দেশ রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।

HTML tutorial