ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
HTML tutorial

বেগমগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের যাবজ্জীবন সাজার পলাতক আসামি গ্রেপ্তার।

সাইফুল ইসলাম ( সংবাদদাতা নোয়াখালী)

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৪ পিএম

বেগমগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণের যাবজ্জীবন সাজার পলাতক আসামি গ্রেপ্তার।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে প্রতিবন্ধী ধর্ষণের যাবজ্জীবন সাজার পলাতক এক আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন সাজার পলাতক আসামি সে।

গ্রেপ্তার ব্যক্তির নাম ইব্রাহিম খলিল ওরফে সোহেল (৩১)। তিনি সুবর্ণচর উপজেলার চরআমানউল্যা গ্রামের বাসিন্দা।
র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান জানান,
২০১৭ সালের সাত জুন সোহেল ওই কিশোরীকে (১৫) ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে চরজব্বর থানায় সোহেলের বিরুদ্ধে মামলা করেন। আদালতে সাজার রায় ঘোষণার পর থেকে আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

alo