ঢাকা, শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে কর্মসূচি গ্রহণ

Mostafa Masud Abdullah

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৩, ০৬:১৯ এএম

কালীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে  কর্মসূচি গ্রহণ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। এই মহান দিনে গভীর শ্রদ্ধাভরের স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধসহ সকল শহীদদের আত্মত্যাগকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । কর্মসূচি অনুযায়ী ২৬ মার্চ প্রত্যুষে কালিগঞ্জ থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান দোকানপাট বাসভবন ও অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে সাতটায় কালিগঞ্জ সোহরোওয়াদী পার্ক বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাতটায় ৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮ টায় কালিগঞ্জ মহৎপুর সরকারি কবরস্থানে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, সকাল ন'টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন। পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, বিএনসিসি কর্তৃক কুচকাওয়াজ, সকাল সাড়ে নটায় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা, সকাল দশটায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ১১ টায় উপজেলা মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বাদজোহর সকল মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদ/ আত্মদানকারী/ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত ও সুবিধামতো সময়ে সকল মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয় বিশেষ প্রার্থনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা , অনুষ্ঠান সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এবং সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন।

HTML tutorial