ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুল : বাংলাদেশে ইভিএমে কোনো ভোট করতে দেয়া হবে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুন, ২০২২, ০৮:২৩ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। অবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থাও অবশ্যই করতে হবে। আর বাংলাদেশে ইভিএমে কোনো ভোট করতে দেয়া হবে হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার বিকেলে বাংলাদেশের বিভাগীয় শহর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ফেরাতে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে সিলেট থেকে যুদ্ধ শুরু হলো। এই সিলেট থেকেই মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। সেখান থেকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্র ফেরাতে এই সিলেট থেকেই আবার যুদ্ধ শুরুর ঘোষণা দেন বিএনপি মহাসচিব। তিনি আরো বলেন, সারা দেশের মানুষের দাবি একটাই, বর্তমান সরকারের পদত্যাগ। এ সমাবেশ থেকে দেশের সব রাজনৈতিক দলকে আহ্বান জানান যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। #

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial