ঢাকা, শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা নোয়াখালী।

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা নোয়াখালী।

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:৩৮ পিএম

গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
HTML tutorial

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের আঙ্গিনা সাজানো হয় রঙিন সাজে, পরীক্ষার্থীদের বিদায় জানাতে প্রস্তুত হয় অন্যান্য শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় ও ভালো ফলাফলের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মূল বিদায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নিজাম উদ্দিন রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য রকিব চৌধুরী

অনুষ্ঠানে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন পরীক্ষার্থীদের পরীক্ষায় সফলতার জন্য করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, "ভালো প্রস্তুতির পাশাপাশি আত্মবিশ্বাস ও সময় ব্যবস্থাপনাই সফলতার মূল চাবিকাঠি।"

বিদ্যালয়ের শিক্ষক খুরশিদ আলম শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের চোখেমুখে আবেগ ও ভবিষ্যতের স্বপ্নের মিশেলে। অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের মাঝে শুভকামনা জানিয়ে উপহার প্রদান করা হয়।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial