ঢাকা, রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কালিহাতীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল চালকের, শিশু আহত

নিজস্ব প্রতিবেদক

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ০৮:২৩ পিএম

কালিহাতীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল চালকের, শিশু আহত
HTML tutorial

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে থাকা এক শিশু। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের চর ভাবলা ২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা এইচডি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে টাঙ্গাইল থেকে যমুনা সেতুর দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। চর ভাবলা এলাকায় পৌঁছালে বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন এবং ১১ বছরের একটি শিশু আহত হয়।

আহত শিশুটিকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, তবে বাস ও মোটরসাইকেল সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত চালকের পরিচয় এখনো জানা যায়নি। তার মরদেহ যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial