ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৫, ০১:৫৩ পিএম

কালিহাতীতে ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
HTML tutorial

টাঙ্গাইলের কালিহাতীতে সালাম ক্যাডেট একাডেমির গর্বিত দুই শিক্ষার্থী ক্যাডেট কলেজে চান্স পাওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৯ এপ্রিল) সকালে একাডেমির নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এ আয়োজনে আনন্দ-উৎসবের আবহ বিরাজ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। তিনি দুই কৃতি শিক্ষার্থী সাদিকুন্নাহারস্মৃতি দেবনাথ-এর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, অধ্যাপক খন্দকার বিপ্লব আহমেদ পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, ও কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. সহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালাম ক্যাডেট একাডেমির পরিচালক খন্দকার আব্দুস সালাম

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের সফলতা শুধু শিক্ষার্থী নয়, প্রতিষ্ঠানের জন্যও গৌরবের বিষয়। তারা ভবিষ্যতে দেশ ও জাতির আলোকবর্তিকা হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial