শুক্রবার স্থানীয় সময় দুপুরের পর উত্তর ইসরাইলে কয়েক দফায় মুহুর মুহুর রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রায় 150 রকেট ইসরাইলে নিক্ষেপ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ উত্তরাঞ্চলের সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ হামলায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে আইডিএফ বর্তমানে ভূখণ্ড উত্তরাঞ্চলে সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন এর আগে লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর একের পর এক বিমান হামলা চালায়
ইসরাইল এতে ইসরাইলের দিকে তাক করা 150 টির বেশি ক্ষেপণাস্ত্রসহ ধ্বংস হয় 100 টি রকেট লঞ্চার ও অস্ত্রভান্ডার রাতে চালানো হামলার পর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে ইরানের রেভুলেশনারি গার্ডের প্রধান বলেছেন জবাবে গড়িয়ে দেওয়া হবে ইসরাইলকে এছাড়া গেল মঙ্গল ও বুধবার পরপর দুই দিনে পেজার ও টকি বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত ছিল লেবাননের বাসিন্দারা তীব্র নিন্দা জানান বিশ্বনেতারা পেজার বিস্ফোরণকে যুদ্ধ ঘোষণার শামিল বলে আখ্যা দিয়েছেন হিজবুল্লাহর প্রধান তবে বিস্ফোরণের দায় স্বীকার না করলেও ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত বলেন
যুদ্ধের নতুন ধাপে পদার্পণ করেছেন তারা ।