ঢাকা, শনিবার, এপ্রিল ১২, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসরাইলি বিমান হামলায় গাজার হাসপাতালে হামাস নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫, ০১:০৭ পিএম

ইসরাইলি বিমান হামলায় গাজার হাসপাতালে হামাস নেতা নিহত
HTML tutorial

গাজার একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় রবিবার সন্ধ্যায় হামাসের একজন শীর্ষ নেতা ও তার সহকারী নিহত হয়েছেন বলে হামাসের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন।

নিহত নেতা ইসমাইল বারহৌম হামাসের আর্থিক বিষয়ক প্রধান ছিলেন। খান ইউনিসের প্রধান চিকিৎসা কেন্দ্র নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন।

চার দিন আগে এক ইসরাইলি হামলায় আহত হওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে হামাসের ওই কর্মকর্তা জানান।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে যে, "বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রক্রিয়ার" মাধ্যমে হাসপাতাল চত্বরে অবস্থানরত এক গুরুত্বপূর্ণ হামাস সদস্যকে লক্ষ্য করে তারা হামলা চালায় এবং "নির্ভুল অস্ত্র" ব্যবহার করা হয় যাতে অন্যদের ক্ষতি কম হয়।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় "অনেকজন" আহত হয়েছেন, যার মধ্যে চিকিৎসাকর্মীরাও রয়েছেন।

হাসপাতালের যে বিভাগটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা হামলার পরপরই খালি করা হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

বিবিসি কর্তৃক যাচাই করা ভিডিওতে দেখা গেছে, হামলার পরপরই মানুষ আগুন নেভানোর চেষ্টা করছে।

ইসরাইল বহুবার অভিযোগ করেছে যে হামাস হাসপাতালগুলোকে অস্ত্র মজুত ও সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে, তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

অন্য এক বিমান হামলায় খান ইউনিসে রবিবার আরেক হামাস নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন বলে এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার সকালেই খান ইউনিস ও রাফাহ শহরে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, যা সন্ধ্যায় হাসপাতাল হামলার আগে ঘটেছে।

ইসরাইল ১৮ মার্চ গাজায় তাদের সামরিক অভিযান পুনরায় শুরু করে, যা দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে দেয়। যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর থেকে শত শত মানুষ নিহত হয়েছেন।

ইসরাইল বলছে, হামাস যুক্তরাষ্ট্রের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করায় তারা হামলা চালিয়েছে। অন্যদিকে, হামাস বলছে, ইসরাইল জানুয়ারিতে করা মূল চুক্তি থেকে সরে এসেছে।

গত ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের হামলায় ইসরাইলে প্রায় ১,২০০ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া ২৫১ জনকে জিম্মি করা হয়।

এর প্রতিক্রিয়ায় ইসরাইল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যার ফলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এখন পর্যন্ত ৫০,০০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। HTML tutorial

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial