ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীর খিলপাড়া বাজার বনিক সমিতির নিজস্ব কার্যালয় উদ্ভোধন।

সাইফুল ইসলাম ( নোয়াখালী জেলা সংবাদদাতা। )

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৪৭ এএম

নোয়াখালীর খিলপাড়া বাজার বনিক সমিতির নিজস্ব কার্যালয় উদ্ভোধন।

নোয়াখালীর চাটখিলে খিলপাড়া বাজার বনিক সমিতির নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় চাটখিলের ঐতিহ্যবাহী খিলপাড়া বাজারের ব্যবসায়িদের দীর্ঘদিনের স্বপ্নের নিজস্ব কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন,

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন এ অঞ্চলে ব্যবসায়িরা একসময় নিরাপত্তা হীনতা ভুগছিল। তিনি এমপি হওয়ার পর ব্যবসায়ি বান্ধব পরিবেশ তৈরী করার জন্য আইন শৃংখলা বাহিনীকে সর্বোচ্চ ব্যবহার করে খিলপাড়া বাজার সহ এ সংসদীয় আসনের সব বাজারের শান্তি প্রতিষ্ঠা কাজ করেন।

তারই ফলস্বরূপ আজকের বাজারের ব্যবসায়িরা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব অর্থায়নে এ অফিস করেছেন। তিনি বাজার কমিটিকে বাজার পরিচালনায় তার সহযোগিতা সবসময় করবেন বলে প্রতিশ্রুতি দেন।

খিলপাড়া বনিক সমিতির সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, 

চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন। 

চাটখিল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবু তাহের ইভু।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজমুল হুদা শাকিল সহ বাজার বনিক সমিতির নির্বাচিত সদস্যরা, বাজারের বিশিষ্ট ব্যবসায়িবৃন্দ, স্থানীয় লোকজন, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গরা ও এসময় উপস্থিত ছিলেন।

পরে বনিক সমিতির সফলতা কামনা দোয়া মোনাজাত করা হয়। 

সারাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial