নোয়াখালীর চৌমুহনীর সীরাতুন নবী (সাঃ) উদযাপন উপলক্ষে চৌমুহনী সামাজিক সাংস্কৃতিক সংগঠন "চৌকস" এর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে চৌমুহনীর হলে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
চৌমুহনী সামাজিক সাংস্কৃতিক সংগঠন "চৌকস" এর পরিচালক আবদুল ওয়াহেদ এর সভাপতিত্বে এবং
সহকারী পরিচালক আবদুল মালেক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসিমুল গনি চৌধুরী মহল।
বিশেষ অতিথি ছিলেন চৌমুহনী সামাজিক সাংস্কৃতিক সংসদের তত্ত্বাবধায়ক ডাঃ আহসান হাবিব।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সাংস্কৃতিক সংসদের সহকারী পরিচালক আনোয়ার হোসেন। বিচারক হিসেবে আরো উপস্থিত ছিলেন, ওসমান গনি ও রাদেশ হিজবুল্লাহ।
উক্ত অনুষ্ঠানে ৪টি বিষয়ে প্রায় অর্ধশত প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এতে মুক্ত ধ্বনি নোয়াখালী জেলা সংবাদদাতা সাইফুল ইসলাম আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা ১ম স্থান অধিকার করেন।
এছাড়াও কেরাতে তোফাজ্জল হোসেন ও ইসলামি সংগীতে মোঃ রুবেল ১ম স্থান নির্বাচিত হন।
পরে অতিথিরা নির্বাচিত প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার তুলে দেন।