ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণ গ্রেফতার।

সাইফুল ইসলাম ( নোয়াখালী জেলা সংবাদদাতা। )

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১৮ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণ গ্রেফতার।
OpenCart Development

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃত মো.আজিম (২১) উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার সওদাগর বাড়ির মৃত বেল্লাল হোসেনের ছেলে ও মো. হাসান (২১) নাটেশ্বর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের ফরাজী বাড়ির মো.আবু তাহেরের ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চৌমুহনী পৌর এলাকার ডিবি রোডের মিয়ামী আবাসিক হোটেলের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করে। এ সময় পুলিশ একটি দেশীয় তৈরী এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে।  

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই অস্ত্রধারীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে প্রেরণের আদেশ দেয়।

 

 

সারাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial