ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির বিভাগীয় রোড মার্চ সফল করতে নোয়াখালীতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

সাইফুল ইসলাম  (নোয়াখালী জেলা সংবাদদাতা।)

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৩৯ পিএম

বিএনপির বিভাগীয় রোড মার্চ সফল করতে নোয়াখালীতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

 

এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ সফল করতে নোয়াখালীতে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে জেলা শহর মাইজদীর আইনজীবী  সমিতি মিলনায়তনে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

 

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-চট্টগ্রাম রোড মার্চের টিম প্রধান ও যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।  

 

এ সময় আরো বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহেল প্রমূখ।  

 

সভায় বক্তারা বলেন, সরকার পতনের একদফা দাবিতে বৃহত্তর নোয়াখালীর রোড মার্চকে ঘিরে চাঙা যুবদলের তৃণমূলের নেতাকর্মিরা। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোড মার্চ কর্মসূচিতে যুবদল সর্বাত্মক ভূমিকা রাখবে। এই রোড মার্চের মধ্যদিয়ে দেশে ভোটাধিকার প্রতিষ্ঠায় ও সরকার পতনের আন্দোলন গতিশীল হবে।

সারাদেশ রিলেটেড নিউজ

alo