ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীর চৌমুহনীতে উদ্ভোধন হলো ভোজন বিলাসিদের জন্য "সরাইখানা"

সাইফুল ইসলাম  (নোয়াখালী জেলা )

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৫ এএম

নোয়াখালীর চৌমুহনীতে উদ্ভোধন হলো ভোজন বিলাসিদের জন্য "সরাইখানা"

 

 

চৌমুহনীতে উদ্ভোধন হলো খাবারের উন্নত মান বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ভোজন রশিকদের জন্য 'সরাইখানা'। যারা ভোজন-বিলাসি বা বাহিরে খেতে পছন্দ করেন ও স্বল্প ব্যায়ে রুচিশীল এবং চমৎকার খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে চৌমুহনীতে শুভ উদ্ভোধন হলো 'সরাইখানা'। 

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বানিজ্যিক শহর চৌমুহনীর পূর্ব বাজারের ঢাকা-চট্রগ্রাম -নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী ভূমি অফিস সংলগ্নে মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতের মাধ্যমে উদ্ভোধন করেন আমন্ত্রিত অতিথি বৃন্দরা।

 

"সরাইখানা" সত্ত্বাধিকারী মোশারফ হোসেন রহিম বলেন, নীতি-আদর্শ বজায় রেখে ভোজন প্রমিকদের জন্য এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা। আমরা সহজে কম মুল্যে মান সম্মত খাবার সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের মুল্য লক্ষ্য। আর সেজন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি। 

 

সরাইখানা'য় গরুর মাংসের বিরিয়ানী, শাহী মোরগের পোলাও’র পাশাপাশি কাচ্ছি, চিকেন পোলাও, তেহরি, কাবুলী, কাবাব, ফিস কাবাব, চিকেন রোস্ট, বিফ, পরোটা, ফ্রেস জুস, ফলের জুস, বাসমতী চাউলের কাচ্চি বিরিয়ানী, স্ন্যাকস, ফালুদা, ফিরনি, বোরহানি, ড্রিংস সহ নানান সুস্বাদু খাবার পাওয়া যাবে।

 

এইছাড়াও যারা আমাদের কাস্টমার আছেন তারা বাসায় বসে নিদিষ্ট ফোন নাম্বারে অর্ডার করলে হোম ডেলিভারি সম্পুর্ণ ফ্রি থাকবে।

 

এইসময় আরো উপস্থিত ছিলেন, চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সহ আরো অনেকে।

সারাদেশ রিলেটেড নিউজ

alo