নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান।
এরপর অতিথিদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরন করা হয়।
প্রথম পর্বে বিভিন্ন শ্রেণী ভিত্তিক নানা খেলাধুলার প্রতিযোগিতার মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় নির্ধারন করা হয়।
দ্বিতীয় পর্বে অবিভাবকদের মধ্যে বালিশ খেলা,
নাচ-গান সহ ছাত্র-ছাত্রীদের মধ্যে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক দ্বীপক চন্দ্র সাহার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ।
বিশেষ অতিথি ছিলেন,
নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ জসিম উদ্দিন।
বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ,
এফবিসিসিআই সদস্য এবং এভারগ্রীন ট্রেডিং কর্পোরেশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরনবী টিপু।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।
চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজের সাবেক ভিপি মেজবাহ উদ্দিন টুটুল
সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, অভিবাবক, বিদ্যালয়ের শিক্ষক সহ সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী সহ আরো অনেকেই।