ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সেনবাগে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা নোয়াখালী।

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা নোয়াখালী।

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৫, ০৮:১৯ পিএম

সেনবাগে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
HTML tutorial

শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বানে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাদরা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের নোয়াখালী জেলা সহ-সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা সভাপতি নুরুল হুদা মিলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ফেডারেশনের উপদেষ্টা গোলাম হোসেন শাহীন, আবু শাকের মিয়াজি, শাহ জালাল, ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

বক্তারা বলেন, ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমজীবী মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। এজন্য সামাজিক ও রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার আহ্বান জানান তারা।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

সারাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial