ঢাকা, বুধবার, মার্চ ১৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গোপালপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১ জন

মুফতি আহমাদ আলী

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৩, ০৯:৫৬ পিএম

গোপালপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১ জন
HTML tutorial

গোপালপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন আহত হ‌য়ে‌ছেন। রবিবার ১২:৩০ মিনিটের দিকে ঝাওয়াইল থেকে গোপালপুর যাওয়ার সময়  বশনীবাড়ি নামের এলাকার রাস্তায় একটি অটো রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সাতে থাকা এক ব্যক্তি ছিটকে  পরে সেনাবাহিনীর গাড়ির সাথে সজোড়ে আঘাত পেয়ে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত ব্যাক্তীর নামঃ বাক্কি চকদার গ্রামঃ গোলাবাড়ী,ঝাওয়াইল ইউনিয়ন , সে একটি ব্যাটারী চালিত আটো রিক্সায় করে ঝাওয়াইল থেকে গোপালপুর যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পরেন সেখানে পাশ দিয়ে যাওয়া বিপরিদ মুখী থেকে আশা সেনাবাহীনের গাড়ীর সাথে আঘাত পায়। , এতে বাক্কি চকদার গুরুতর আহত হন । পরে তাকে সেনা সদস্যরা দ্রুত সময়ে গোপালপুর উপজেলা হাসপাতে নিয়ে যান।এবং সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন। কর্তব্যরত চিকিৎসক জানায় এখন আহত ব্যক্তি আশঙ্কা মুক্ত আছেন।

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial