গভীর রাতে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ ও তিনজন নিহতের ঘটনায় সাতপন্থী নেতা মুয়াজ বিন নূরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। তার স্ত্রী এই বিষয়টি নিশ্চিত করেছেন।
টঙ্গির বিশ্ব ইজতেমা ময়দানে বুধবার গভীর রাতে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হন। এই ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী হিসেবে কিশোরগঞ্জের আলমী সুরার সাথী এসএম আলম হোসেন থানায় অভিযোগ দাখিল করেন। এজাহারে উল্লেখ করা হয় যে, অভিযুক্তদের উস্কানিমূলক বক্তব্যের কারণে এই সহিংসতা ঘটে।
মামলায় আরও কয়েকশো অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার সময় ঘুমন্ত এবং পাহারায় থাকা আলমী সুরার সাথীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে খিলগাঁও এলাকা থেকে মুয়াজ বিন নূরকে আটক করা হয়। যদিও তার পরিবার জানায়, এটি কোনো গ্রেফতার নয়, বরং জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
মুয়াজের স্ত্রী বলেন, “মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়নি। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আমরা আশা করি, সত্য উদঘাটনের পর তাকে ছেড়ে দেওয়া হবে।”
পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুর রহমান জানিয়েছেন, মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তিনি বলেন, “আমরা মামলার তদন্ত করছি এবং দোষীদের চিহ্নিত করতে কাজ করছি।”
এই ঘটনা ইজতেমা ময়দানের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি ও তাবলীগ জামাতের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে।
সূত্র ফেস দ্যা পিপল