ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু, ঢাকার সিএমএইচে শেষ নিঃশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫, ০২:১৮ পিএম

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু, ঢাকার সিএমএইচে শেষ নিঃশ্বাস
HTML tutorial

টানা কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মানলো মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ সে মারা গেছে বলে জানিয়েছে আইএসপিআর।

এর আগে, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, শিশুটির মস্তিষ্ক কাজ করছিল না এবং চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে।

গত কয়েকদিনে শিশুটি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়। বুধবার রাতে সেনাবাহিনীর একটি ফেসবুক পোস্টে জানানো হয়েছিল, শিশুটির চারবার হার্ট অ্যাটাক হয়েছে। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়।

৮ মার্চ শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় এবং শিশুটি আজ পৃথিবী থেকে বিদায় নেয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হচ্ছে।

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial