ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে টাঙ্গাইলের ঝাওয়াইল ইউনিয়ন ওলামা পরিষদ এবং তাওহীদি জনতা বিশাল বিক্ষোভ মিছিল ও ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর ঝাওয়াইল ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে আলেম-ওলামা এবং সাধারণ মুসলিম জনতা একত্রিত হয়ে ঝাওয়াইলের ভেংগুলা বাজারে সমবেত হন।
পরবর্তীতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যেখানে অংশগ্রহণকারীরা ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হয়ে স্লোগান দিতে থাকেন:
নারায়ে তাকবীর! — আল্লাহু আকবার
ফিলিস্তিনে হামলা কেন? — জাতিসংঘ জবাব চাই
নেতানিয়াহুর দুই গালে — জুতা মারো তালে তালে
ট্রাম্পের দুই গালে — জুতা মারো তালে তালে
আমার ভাই মরলো কেন? — জাতিসংঘ জবাব চাই
বিক্ষোভ মিছিলটি ভেংগুলা বাজার প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে ফিরে আসে। সেখানে এক প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ওলামা পরিষদের সম্মানিত আলেমগণ ইসরায়েলের যুদ্ধাপরাধের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানান।
বিশেষ করে দক্ষিণ পাথালিয়া ২০১ গম্বুজ মসজিদের ইমাম সাহেব বলেন, "যদি আমাদের ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করার সামর্থ্য থাকতো, তাহলে আমরা সবাই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতাম। কিন্তু যেহেতু আমাদের সে সামর্থ্য নেই, তাই আমরা প্রতিবাদ মিছিল ও বয়কটের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলব।"
তিনি আরও বলেন, "আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে হবে। আর সেটির সবচেয়ে কার্যকর উপায় হলো ইসরায়েলি পণ্য বর্জন করা। এটি হবে আমাদের জন্য একটি বড় যুদ্ধ।"
পরিশেষে বাংলাদেশের প্রবীণ শিক্ষক এবং আলেম আল-হাজ্জ হযরত মাওলানা জয়নাল আবেদীন সাবের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং সমাবেশটি এক বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিশ্বজুড়ে মুসলিম ও ন্যায়পরায়ণ জনগণ ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতি সাধনের লক্ষ্যে তাদের উৎপাদিত ও সমর্থিত পণ্য বর্জনের ডাক দিয়েছে। নিচে ইসরায়েলি ও তাদের মিত্র কোম্পানির কিছু পণ্যের তালিকা দেওয়া হলো, যা বয়কট করতে মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়েছে:
✅ McDonald's
✅ KFC
✅ Starbucks
✅ Pepsi
✅ Coca-Cola
✅ Nestlé
✅ Domino’s Pizza
✅ Burger King
✅ Pizza Hut
✅ Nescafé
✅ Intel
✅ HP (Hewlett-Packard)
✅ Microsoft
✅ Google (যদিও সম্পূর্ণ বয়কট সম্ভব নয়, তবে Google Pay ও অন্যান্য সেবা এড়িয়ে চলুন)
✅ Facebook (Meta)
✅ Cisco
✅ IBM
✅ L'Oréal
✅ Johnson & Johnson
✅ Garnier
✅ Estée Lauder
✅ Revlon
✅ Clinique
✅ Pantene
✅ Puma
✅ Zara
✅ Disney
✅ Siemens
✅ Danone
✅ Volvo
✔️ ইসরায়েলি পণ্য এড়িয়ে চলুন।
✔️ স্থানীয় বা মুসলিম মালিকানাধীন পণ্য ও সেবা ব্যবহার করুন।
✔️ ফিলিস্তিনিদের জন্য দোয়া ও অর্থনৈতিক সহায়তা প্রদান করুন।
✔️ ইসরায়েলের দখলদার নীতির বিরুদ্ধে সোচ্চার থাকুন।
বিশ্ব মুসলিম সম্প্রদায় আজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। আমাদের বয়কট ও প্রতিবাদই হতে পারে ইসরায়েলের আগ্রাসন মোকাবিলার অন্যতম শক্তিশালী উপায়। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের জন্য কার্যকর ভূমিকা পালন করি।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন