টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যোগারচর এলাকায় ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ঈদের দাওয়াতে নানির বাড়িতে গিয়ে গোসল করতে নেমে এক এসএসসি পরীক্ষার্থী নদীতে ডুবে মারা গেছে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মো. রাহিদ ইসলাম (১৮)। তিনি দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর গ্রামের মো. শরিফুল ইসলাম সোনা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাহিদ ইসলাম ঈদের দুই দিন আগে তার পরিবারের সদস্যদের সঙ্গে কালিহাতী উপজেলার যোগারচরে নানির বাড়িতে বেড়াতে আসেন। ঈদের দিন পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটানোর পর, শুক্রবার দুপুরে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন তিনি। কিন্তু সাঁতার না জানায়, গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যান।
পরবর্তীতে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে রাহিদকে উদ্ধার করেন। দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহিদের চাচা আবুবকর ও সাইফুল ইসলাম জানান, “আমার বড় ভাইয়ের ছেলে রাহিদ এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। ঈদের দিন সে বাবা-মায়ের সঙ্গে শহর থেকে গ্রামের বাড়ি ধলাটেংগরে আসে। দুইদিন থাকার পর তারা নানির বাড়ি যোগারচরে যান। সেখানেই ঈদের আনন্দে দুপুরে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়।”
রাহিদের অকাল মৃত্যুতে দাদা বাড়ি ধলাটেংগর ও নানাবাড়ি যোগারচর গ্রামে শোকের মাতম চলছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, ধলেশ্বরী নদীর ওই স্থানে গভীর খাদের কারণে প্রতিবছরই কেউ না কেউ পানিতে ডুবে যায়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন