বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পাদনের লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে, কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এ.বি.এম. আব্দুল হালিম মিলনায়তন ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড আয়োজন করা হয়। কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নিয়োগ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “যোগ্য প্রার্থীদের বাছাইয়ে আপনাদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়।” তিনি আরও বলেন, “এই নিয়োগ পরীক্ষায় কোনো ধরণের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।”
উল্লেখ্য, আগামী ৬, ৭ ও ৮ এপ্রিল কুমিল্লা জেলায় টিআরসি নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন:
জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন – অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত, ক্রাইম এন্ড অপস্, লক্ষীপুর)
আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন – অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, নোয়াখালী)
জনাব রাশেদুল হক চৌধুরী – অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)
জনাব মোঃ শামীম কুদ্দুস ভূঁইয়া – অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
জনাব মোহাম্মদ সাইফুল মালিক – অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
কুমিল্লা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ
এই ব্রিফিং প্যারেডের মাধ্যমে নিয়োগ কার্যক্রমে পেশাদারিত্ব নিশ্চিতের পাশাপাশি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রস্তুত থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন