ঢাকা, বুধবার, এপ্রিল ৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় টিআরসি নিয়োগ পরীক্ষার পূর্বে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক : মো: সেলিম রানা কুমিল্লা

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৫, ০৮:২৩ পিএম

কুমিল্লায় টিআরসি নিয়োগ পরীক্ষার পূর্বে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
HTML tutorial

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পাদনের লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দে, কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআই এ.বি.এম. আব্দুল হালিম মিলনায়তন ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড আয়োজন করা হয়। কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নিয়োগ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “যোগ্য প্রার্থীদের বাছাইয়ে আপনাদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়।” তিনি আরও বলেন, “এই নিয়োগ পরীক্ষায় কোনো ধরণের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না।”

উল্লেখ্য, আগামী ৬, ৭ ও ৮ এপ্রিল কুমিল্লা জেলায় টিআরসি নিয়োগ পরীক্ষার অংশ হিসেবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন:

  • জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন – অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত, ক্রাইম এন্ড অপস্, লক্ষীপুর)

  • আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন – অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, নোয়াখালী)

  • জনাব রাশেদুল হক চৌধুরী – অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)

  • জনাব মোঃ শামীম কুদ্দুস ভূঁইয়া – অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)

  • জনাব মোহাম্মদ সাইফুল মালিক – অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

  • কুমিল্লা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ

এই ব্রিফিং প্যারেডের মাধ্যমে নিয়োগ কার্যক্রমে পেশাদারিত্ব নিশ্চিতের পাশাপাশি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্রস্তুত থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial