টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধানক্ষেত থেকে ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার কাঁদা মাখানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল ২০২৫) দুপুরে উপজেলার আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত ফজিলা বেগম একই গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৩টার দিকে ফজিলা বেগমের মেয়েরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। ঘরের দরজা ও জানালা সেসময় বন্ধ ছিল। সকালে (শনিবার) ৮টার দিকে ঘরে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ধানক্ষেতে গিয়ে দেখতে পান মাটিতে পড়ে থাকা ফজিলা বেগমের নিথর দেহ, মুখে লেগে ছিল কাঁদা। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের স্বজনদের অভিযোগ, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। তাদের ধারণা, ফজিলা বেগমকে হত্যা করে তার গলা, কানে ও হাতে থাকা স্বর্ণালংকার লুটে নেওয়া হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন,
“মরদেহের মুখে কাঁদা মাখানো ছিল, একটি কান কাটা ছিল এবং নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন