ঢাকা, রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলের গোপালপুরে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ আরিফুল ইসলাম

মোঃ আরিফুল ইসলাম

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ০৫:৩৫ পিএম

টাঙ্গাইলের গোপালপুরে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
HTML tutorial

আজ সোমবার (৭ এপ্রিল), টাঙ্গাইলের গোপালপুরে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলে অংশগ্রহণ করেন হেফাজতে ইসলাম, কওমী ওলামা পরিষদ, মুওয়াজ্জিন পরিষদ, স্থানীয় ওলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা।

জোহরের নামাজের পর গোপালপুর গোহাটি মসজিদের সামনে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা সমবেত হন। সেখানে ওলামায়ে কেরাম, কওমী আলেমগণ এবং মুওয়াজ্জিন নেতৃবৃন্দ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে তীব্র বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, “যদি আমাদের হাতে সুযোগ থাকতো, তাহলে আমরাও ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতাম। কিন্তু সে সুযোগ না থাকায়, বাংলার জমিন থেকেই আমাদের ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে হবে, দোয়া করতে হবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সচেতন হতে হবে।”

তারা আরও বলেন, ইসরায়েলের মদদদাতা আমেরিকা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে এবং মুসলিম উম্মাহকে অর্থনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ওলামায়ে কেরামদের বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি গোহাটি মসজিদ থেকে শুরু হয়ে নন্দরপুর বাসস্ট্যান্ড হয়ে গোপালপুর থানার সামনে এসে শেষ হয়। সেখানে নেতানিয়াহুর প্রতিকৃতি দাহ করা হয় এবং ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে মাওলানা জয়নাল আবেদিন সাহেবের মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।


ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান ও তালিকা

বক্তারা মুসল্লিদের প্রতি আহ্বান জানান, যেন তারা দৈনন্দিন জীবনে ইসরায়েলি পণ্য থেকে বিরত থাকেন এবং বিকল্প পণ্য ব্যবহার করেন।

বয়কটের জন্য পরিচিত কিছু ইসরায়েলি পণ্যের তালিকা:

খাদ্য ও পানীয়:

  • Osem, Strauss, Tnuva, Prigat, Achva, Elite চকলেট ও স্ন্যাকস

  • Mey Eden (মিনারেল ওয়াটার)

  • Wissotzky Tea

  • Carmel Wine

ওষুধ ও স্বাস্থ্যসেবা:

  • Teva Pharmaceuticals

  • Super-Pharm

  • Ahava প্রসাধনী

পোশাক ও অন্যান্য:

  • Castro, Fox, Delta Galil HTML tutorial

  • Naot জুতা

  • Keter প্লাস্টিক সামগ্রী

বারকোড শুরু যদি 729 দিয়ে হয়, তবে সেটি সাধারণত ইসরায়েলে উৎপাদিত।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial