নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর হাজিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে নতুন এডহক কমিটির পরিচিতি সভা।
বুধবার সকাল ১১টায় মাদ্রাসার অফিস কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনকে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আহাদ কাসেমী এবং সঞ্চালনা করেন শিক্ষক মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী সুপার হাফেজ নুরুল আমিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আমিনুল্লাহ (রহ.)-এর পুত্র ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মায়াজ, দাতা সদস্য ওমর ফারুক, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, এবং ১৪নং হাজিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও সেক্রেটারি সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মাওলানা বোরহান উদ্দিন। তিনি বলেন,
“প্রথমে আমার সভাপতির দায়িত্ব নেওয়ার আগ্রহ না থাকলেও এলাকার জনগণের অনুরোধে আমি সম্মতি জানাই। এখানে এসে দেখি, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত ও ১৯৮৭ সালে এমপিওভুক্ত এই প্রতিষ্ঠানে এখনো কোনো শিক্ষা ভবন নির্মাণ হয়নি। গত ১৭ বছরে সরকার বিভিন্ন স্থানে ভবন নির্মাণ করলেও শুধুমাত্র মাদ্রাসা হওয়ায় এ প্রতিষ্ঠানটি বঞ্চিত রয়েছে।”
তিনি আরও বলেন,
“এই অবস্থা পরিবর্তনে আমি সর্বোচ্চ চেষ্টা করব। মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের মধ্যে নতুন প্রত্যাশা ও আশার সঞ্চার করেছে।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন