ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিনের জন্য দোয়া

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা নোয়াখালী।

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা নোয়াখালী।

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:৩৪ পিএম

নোয়াখালীতে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিনের জন্য দোয়া
HTML tutorial

বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন মাইটিভির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং ফিলিস্তিনে বর্বরোচিত ইসরায়েলি হামলায় নিহত নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ এস্কান্দার মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইটিভির নোয়াখালী জেলা প্রতিনিধি ইউনুস শিকদার বাহার।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক ল-ইয়ার্স কাউন্সিলের অ্যাডভোকেট ফারুক হোসেন জাবেদ।

স্বাগত বক্তব্য রাখেন এখন টিভির স্টাফ রিপোর্টার নাসিম শুভ।

এছাড়া আলোচনায় অংশ নেন মানবজমিনের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন বাদল, সময় টিভির সাইফুল্লাহ কামরুল, একাত্তর টিভির প্রতিনিধি মিজানুর রহমান, নোয়াখালী সাংবাদিক ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশের প্রতিনিধি জামাল উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, এসএ টিভির প্রতিনিধি আবদুর রহিম, সমকাল ও ডেইলি স্টার-এর প্রতিনিধি আনোয়ারুল হায়দার, জাগো নিউজ২৪-এর ইকবাল হোসেন মজনু, গ্লোবাল টিভির আবু রায়হান সরকার, দৈনিক কিছু কথার সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, বিশ্ববাংলা টেলিভিশনের প্রতিনিধি আবদুল আজিজ, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাসুদ আলম, ছাত্র প্রতিনিধি তানভীর সিয়াম এবং এনামুল শরীফ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে ইসরায়েল বাহিনীর হামলায় ফিলিস্তিনে শহীদ হওয়া নিরীহ মুসলমানদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এই আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিক সমাজ এবং সচেতন মহলের মধ্যে ফিলিস্তিন ইস্যুতে সংহতি ও মানবিক চেতনার বার্তা ছড়িয়ে পড়ে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial