ঢাকা, বুধবার, এপ্রিল ৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাধারণ আলেমদেরকে ফাঁদে ফেলে হাজার হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

মুফতি আহমাদ আলী

মুফতি আহমাদ আলী

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:১৮ পিএম

সাধারণ আলেমদেরকে ফাঁদে ফেলে হাজার হাজার টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র
HTML tutorial

 

এবার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব  হারাচ্ছে সাধারণ আলেমরা । এক দল প্রতারক চক্র গার্মেন্টসের ইমাম নিয়োগের কথা বলে  ফেসবুক সহ সোসিয়্যাল মিডিয়াতে চাকরির প্রলবণ দেখিয়ে বিজ্ঞাপন দিচ্ছে। তা দেখে সাধারণ আলেমগণ না বুঝি তাদের ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্চে। এভাবে বেশ কয়েক জন আলেম প্রতারক চক্রের ফাঁদে পা দিয়েছে। তাদের মধ্যে

ভুয়া বিজ্ঞাপন

এক ভুক্তভুগি মুক্তধ্বনিকে জানায় , বিভিন্ন গার্মেন্টসে ইমাম নিয়োগের কথা বলে, ১৭ বা ২০ হাজার  বেতনের লোভ দেখিয়ে, প্রথমে ইন্টারভিউ এর নামে ক্বেরাত শুনে তারপর আপনি সিলেক্টেড হয়েছেন বলে, আপনি কোন দল করেন কিনা, যোগ্যতা, অভিজ্ঞতা  ইত্যাদি শুনে, তারপর কাগজ জমা দিতে হবে বলে, বলে যে আজকেই কাগজ জমা দিতে হবে, আপনি তো আসতে পারতেছেন না, ১০০ বা ১৫০ টাকা পাঠাইয়া দেন কাগজ পত্র ইমুতে বা মেসেঞ্জার পাঠিয়ে দিন,, এভাবে টাকা নেওয়ার পর ফোন ব্লক দিয়ে দেয় এবং আর কল দরে না,এমন প্রতারকের দুটি নাম্বার দেয়া হলো, যারা অনেকের কাছ থেকে টাকা নিয়েছে,তিনি প্রতারকের নাম্বার দিয়েছেন ( ০১৭৭৬৯০৫২৪১,,,,০১৭৯১৭৮৯৪২১ ) এবং তিনি প্রতারক চক্রদের শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের  কাছে সহযোগিতা চেয়েছেন। এবং তার মত যেনো কেউ তাদের ফাঁদে পা না দেয় তার অনুরোধ করেছেন।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial