ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৭ ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে

মাওলানা মোঃ ইমাম হোসেন

প্রকাশিত: ২২ জানুয়ারী, ২০২৩, ০১:১৭ পিএম

HTML tutorial
৭ ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে
HTML tutorial

আল্লাহর হাবীব (সাঃ)এরশাদ করেন,যেই দিন আল্লাহর ছায়া  ব্যতীত  অন্য কোন ছায়া হইবে না,সেই দিন আল্লাহ  পাক সাত ব্যক্তিকে আপন রহমতের ছায়ার নীচে আশ্রয় দান করিবেন।       

( ১)ন্যায় পরায়ণ  বাদশাহ।

(২)সেই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে।

(৩)যাহার অন্তর মসজিদের সহিত  সংযুক্ত থাকে।   

(৪)সেই দুই ব্যক্তি  যাহারা এক মাত্র  আল্লাহ্‌র উদ্দেশ্যেই একে অপরকে ভালবাসে এবং সেই জন্য একত্রিত  হয় ও সেই জন্যই পৃথক হয়।

(৫)ঐ ব্যক্তি  যাহাকে কোন সুন্দরী  নারী অপকর্মের জন্য নিজের দিকে ডাকে তখন সে বলিয়া দেয় যে,আমি আল্লাহকে ভয় করি।

(৬)যেই ব্যক্তি  এত গোপনে ছদ্কা করে যে,তাহার দ্বিতীয়  হাতেও উহা টের পায় না।

(৭)যে ব্যক্তি  নীরবে বসিয়া আল্লাহর জিকির করে ও তাহার চক্ষু হইতে অশ্রু  প্রবাহিত হইতে থাকে..।                                                                      (বোখারী,মুসলিম)
 


 

HTML tutorial
HTML tutorial