ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪, ০৭:০৯ পিএম

HTML tutorial
সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি
HTML tutorial

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের কারণে সাইন্সল্যাব এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিক্রিয়ায় সিটি কলেজের শিক্ষার্থীরা বুধবার পাল্টা প্রতিক্রিয়া জানায় এবং সংঘর্ষ শুরু হয়। 

বুধবার দুপুর ৩টার পর সংঘর্ষ চরম আকার ধারণ করে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে সাইন্সল্যাব এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে এবং আশপাশের পরিবেশ থমথমে হয়ে ওঠে। যান চলাচল বন্ধ হয়ে গেলে রাজধানীর এই ব্যস্ত এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এখনও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, সিটি কলেজের শিক্ষার্থীরা গত ২৮ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগসহ সাত দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল। এর প্রেক্ষিতে কলেজটি টানা ২০ দিন বন্ধ ছিল। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) একাদশ শ্রেণির ক্লাস শুরুর মধ্য দিয়ে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়। বুধবার দ্বাদশ এবং বৃহস্পতিবার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও খোলার পরদিনই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষের কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এই সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন সহিংসতার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।

HTML tutorial
HTML tutorial