ঢাকা, বুধবার, এপ্রিল ৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পিনাকি ভট্টাচার্যের বইয়ের সাফল্যে অভিনন্দন জানালেন ড. আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ১০:০৫ এএম

পিনাকি ভট্টাচার্যের বইয়ের সাফল্যে অভিনন্দন জানালেন ড. আসিফ নজরুল
HTML tutorial

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে তার নতুন বই "ফুলকুমারী: দ্যা টেল অফ রিফিউজি অ্যান্ড র‍্যাট ইন প্যান্ডেমিক প্যারিস"-এর সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে একটি পোস্টে ড. আসিফ নজরুল পিনাকিকে অভিনন্দন জানিয়ে অ্যামাজনের স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে বইটি দক্ষিণ এশীয় জীবনী এবং ঐতিহাসিক বিভাগের দ্বিতীয় বেস্ট সেলারের মর্যাদা লাভ করেছে।

পিনাকি ভট্টাচার্যের এই বইটি ইতিমধ্যে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। "ফুলকুমারী" বইটিতে প্যারিসে অবস্থানরত একজন বাংলাদেশি শরণার্থীর জীবনকাহিনী তুলে ধরা হয়েছে, যিনি মহামারীর সময় একাকিত্ব দূর করতে একটি ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ইঁদুরটির নাম দেন "ফুলকুমারী"। প্রতিদিন ফুলকুমারীকে গল্প শোনানোর মাধ্যমে তিনি বিপ্লব, দুর্ভিক্ষ, মুক্তিযুদ্ধ, এবং পরিবারের স্মৃতিসহ জীবনের বিভিন্ন অধ্যায় বর্ণনা করেন।

বইটির বিশেষত্ব এর ব্যতিক্রমী উপস্থাপনা। একটি ইঁদুরের সঙ্গে মানুষের জীবনের বন্ধন এবং স্মৃতির সংযোগের ভিন্নতা পাঠকদের মুগ্ধ করেছে। বইটির সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে পিনাকি ভট্টাচার্য বলেছেন, এটি অ্যামাজনের সেরা তালিকায় স্থান পাওয়ার পাশাপাশি গ্লোবাল র‍্যাংকিংয়ে ২৯,১২৮তম অবস্থানে রয়েছে।

বইটির সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেস। পিনাকি আশা প্রকাশ করেছেন, "ফুলকুমারী" আরও ভালো ফলাফল অর্জন করবে এবং পাঠকদের হৃদয়ে স্থায়ী স্থান করে নেবে। তার নতুন চিন্তাধারা এবং অনন্য উপস্থাপনাই বইটিকে বিশেষভাবে প্রশংসিত করেছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial