টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু জাল ভোট, এজেন্টদের মারধরসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) দুপুরে গোপালপুর উপজেলার ঝাওয়াইল বাজারে নির্বাচনী অফিসে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
ইউনুছ ইসলাম অভিযোগ করেন, নৌকার কর্মী সমর্থকরা ঈগল প্রতীকের কর্মীদের ব্যাপক মারধর করে। ঈগলের এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি। সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অনেক কর্মীকে আহত করা হয়। স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলেনি। জেলার পুলিশ সুপারকে বারবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ সময় ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান তালুকদার, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।