ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইল-২: ছোট মনির টানা দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারী, ২০২৪, ০১:২০ এএম

HTML tutorial
টাঙ্গাইল-২: ছোট মনির টানা দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত
HTML tutorial

দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী তানভীর হাসান ছোট মনির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। 

ঘোষিত ফলাফলে ছোট মনির পান ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু পান ৩০ হাজার ৪৮৬ ভোট। এ নিয়ে ছোট মনির টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। 

১৩৮টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ জন। এর মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন ভোট দেন। ৪৬.৮৯ শতাংশ ভোট কাস্টিং হয়। একটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। 

উল্লেখ্য, তানভীর হাসান ছোট মনির ২০১৮ সালে টাঙ্গাইল-২ থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

HTML tutorial
HTML tutorial