ঢাকা, মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে এ এম এম নাসির উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪, ০৩:১৫ পিএম

HTML tutorial
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে এ এম এম নাসির উদ্দীন
HTML tutorial

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে আরও চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নির্বাচন কমিশনারদের মধ্যে রয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সিইসি হিসেবে নিয়োগপ্রাপ্ত এ এম এম নাসির উদ্দীন এর আগে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসর গ্রহণ করেন এবং বিসিএস ১৯৭৯ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন।

বিএনপি তাদের দেওয়া প্রস্তাবনায় এ এম এম নাসির উদ্দীন ও শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছিল। বিএনপির মিত্রদলগুলোর তালিকায়ও এ দুই নামের উল্লেখ ছিল। এ প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি মাসের শুরুতে অনুসন্ধান কমিটির কাছে নাম জমা দিয়েছিল বিএনপি।

নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আগামী নির্বাচন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে সরকার। তবে রাজনৈতিক মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

HTML tutorial
HTML tutorial