ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

অনলাইন ডেক্স

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫, ১০:৩৬ পিএম

সৌদিতে বাংলাদেশি ইমামকে গুলি করে হত্যা
HTML tutorial

সৌদি আরবের জিজান শহরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বাংলাদেশি হাফেজ আল আমিন, যিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে ইয়েমেন সীমান্তবর্তী এই শহরে তার রক্তাক্ত মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সৌদিতে অবস্থানরত নিহত আল আমিনের ভগ্নিপতি নাজমুল ইসলাম মরদেহ শনাক্ত করেন এবং পরবর্তীতে বিষয়টি তার পরিবারের কাছে পৌঁছানো হয়।

হাফেজ আল আমিন জিজানের একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি তিনি বাসাবাড়িতে খাবার সরবরাহের কাজও করতেন। ঘটনার দিন তিনি তারাবির নামাজ শেষ করে খাবার ডেলিভারি দিতে বের হন। কিন্তু এরপর তাকে আর জীবিত দেখা যায়নি।

প্রবাস রিলেটেড নিউজ

পরদিন রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত আল আমিনের চোখ, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

সৌদি পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে, তবে এখন পর্যন্ত হত্যার সঠিক কারণ বা এতে কারা জড়িত সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার পর নিহতের পরিবার শোকাহত। তারা দ্রুত দোষীদের খুঁজে বের করে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। অন্যদিকে, সৌদি পুলিশ এই হত্যার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial