নাম: মুহাম্মদ,উপনাম:আবু আব্দুল্লাহ, উপাধী: আমিরুল মুমিনীন ফিল হাদীস। পিতা: ইসমাইল। দাদা:ইবরাহীম।
জন্ম :১৯৪ হিজরীর ১৩ ই শাওয়াল রোজ শুক্রবার জুমার নামাজের পর জন্মগ্রহণ করেন।
জন্মস্থান : ঐতিহাসিক বুখারা শহর। তিনি অত্যন্ত মেধাবী ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন।
উস্তাদ: তিনি নিজেই বলেন, আমি এক হাজার আশিজন মুহাদ্দিস হতে হাদীস শুনেছি ও লিখেছি।
প্রসিদ্ব উস্তাদ :আবু আছেম আন নাবিল হাম্বলী রহ.(মৃত্যু :২১২ হিজরী)মক্কী ইবনে ইবরাহীম রহ.(মৃত্যু :২১৪ হিজরী) ইমাম আহমদ ইবনে হাম্বল রহ.(মৃত্যু :২৪১ হিজরী) ইমাম ইসহাক ইবনে রাহওয়াই রহ.(মৃত্যু :২৩৮ হিজরী) আলী ইবনুল মাদানী রহ.(মৃত্যু :২৩৪ হিজরী) ইমাম ইয়াহইয়া ইবনু মায়ীন রহ.(মৃত্যু : ২৩৩ হিজরী)।
ছাত্রবৃন্দঃ- ইমাম বুখারী রহ.এর কাছে বুখারী শরীফ পড়েছেন এমন ছাত্রের সংখ্যা হলো ৯০ হাজার। তন্মধ্যে বিখ্যাত কয়েকজন হলেন-ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.(মৃত্যু : ২৭৯ হিজরী) ইমাম আবূ আব্দুর রহমান আহমদ বিন শুয়াইব আন নাসায়ী রহ.(মৃত্যু :৩০৩ হিজরী) ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহ.(মৃত্যু : ২৬১ হিজরী)
ইমাম আবূ আব্দুল্লাহ আল ফিরাবরী রহ.(মৃত্যু: ৩২০ হিজরী) ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুযাইমা রহ.(মৃত্যু :৩১১ হিজরী)
রচনাবলী :- ইমাম বুখারী রহ. বুখারী শরীফ ছাড়াও আরো অনেক কিতাব লিখেছেন। যথা- কিতাবুল মাবসূত, কিতাবুল ইলাল আল আদাবুল মুফরাদ, আত তারীখুল কাবীর, আত তারীখুল আওসাত, আত তারীখুস সগীর ইত্যাদি গ্রন্থাবলি।
---------+ লেখা চলবে ধারাবাহিক।