ঢাকা, মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শবে কদরে কি দোয়া পড়তে হয় জানুন।

মাওলানা মোঃ ইমাম হোসেন

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩, ১০:২৭ এএম

শবে কদরে কি দোয়া পড়তে হয় জানুন।

عن عائشه رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم ان علمت اي ليله ليله القدر ما اقول فيها قال قولي اللهم انك عفو تحب العفو فاعفو عني (ابن ماجه)

উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’

অর্থ:হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহা একদিন হুযুর সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি সত্যিকার ভাবে শবে কদর পাইয়া যাই, তবে কি দোয়া করিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া পড়িও- হে আল্লাহ! তুমি বড় ক্ষমাশীল, ক্ষমা কে ভালবাস , কাজেই তুমি আমাকে ক্ষমা করো। (ইবনে মাজাহ) ফায়দা: কত বড় তাৎপর্যপূর্ণ দোয়া পরকালের ধর পাকড় হইতে রক্ষা পাইলে উহার চেয়ে বড় কামিয়াবি আর কি হইতে পারে। হযরত সুফিয়ান রহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই রাত্রে দোয়াই লিপ্ত হওয়া অন্য যে কোন ইবাদতের চেয়ে উত্তম। ইবনে রজব বলেন, হরেক রকমের ইবাদত কিছু কিছু করাই ভালো। যেমন নামাজ, তেলাওয়াত ,দোয়া, ও মোরাকাবা ইত্যাদি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেও সব রকম ইবাদত বর্ণিত আছে।

HTML tutorial