ঢাকা, মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শেষ বৈঠকে কোটি কোটি টাকা ভাগ করেন হাসিনা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪৪ পিএম

শেষ বৈঠকে কোটি কোটি টাকা ভাগ করেন হাসিনা!

শেখ হাসিনা ক্ষমতাচুত হওয়ার আগের দিনও গণভবনে ছিল কোটি কোটি টাকা আর সেই টাকা তিনি ভাগাভাগি করে দেন বিশেষ কয়েকজন লোকের মধ্যে শুধু তাই না 4 আগস্ট রাতে তিনি নির্দেশনা দেন নির্বিচারে গুলি করারও গণভবনের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে এই তথ্য কিন্তু কে কে ছিলেন সেই বৈঠকে কারা পেয়েছেন কত টাকা নয় দফা দাবির আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন 3 আগস্ট ডাক আসে এক দফা দাবির শেখ হাসিনার পদত্যাগ এই দাবি বাস্তবায়নে 4 আগস্ট থেকে শুরু হয় অসহযোগ আন্দোলন আর সেই দিনটি ছিল আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন এদিন সারাদেশে প্রাণ হারান শতাধিক মানুষ সারাদিনের সংঘাত শেষে রাতে এক বিশেষ বৈঠকে বসেন শেখ হাসিনা তাতে ছিলেন একাধিক রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি আর এই বৈঠকেই বিলি করা হয় কোটি কোটি টাকা গণমাধ্যমটি নিশ্চিত করে সে রাতে শেখ হাসিনা তার ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও প্রশাসনের লোকেদের সাথে বসেন তার মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এছাড়াও উপস্থিত ছিলেন আলোচিত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আরো একজন সামরিক কর্মকর্তা ।

সেই গণমাধ্যম সূত্রে জানা যায় বৈঠকে শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এক পর্যায়ে বলেন আর অপেক্ষা নয় আর আপোষ নয় এবার গুলি চালিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে হবে এক পর্যায়ে সেই বৈঠকে যোগ দেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন তখন শেখ হাসিনা পুলিশের কাজের প্রশংসা করেন কিন্তু আইজিপি জানান আর বেশি সময়ে পুলিশের পক্ষে কঠোর থাকা সম্ভব না গুলিও শেষ হয়ে আসছে আর রাস্তায় মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে গুলি করেও কমানো যাচ্ছে না জন উপস্থিতি সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন তোমাদের দিয়ে কিছু হবে না আমি সেনাবাহিনীকে বলব কারফিউ আরো করাকরি করতে

 

 

গুলি চালাতে তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আগেই জানিয়ে দেয়া হয় তারা ছাত্রজনতার উপর আর গুলি চালাবে না একথা শোনার পর শেখ হাসিনা কোন একজন কর্মকর্তাকে বলেন আমি তোমাদের জন্য কি না করেছি তোমরা এখন গা বাঁচানোর চেষ্টা করছো থাক এখন যা করার আমিই করব শেখ হাসিনা তখনও বলেন সেনাবাহিনী মার্শাল লোক কেন দিচ্ছে না তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা কার সাথে কথা বলছিলেন তা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যমটি গণমাধ্যমটি আরো জানায় সেনাবাহিনী আগেই জানিয়ে দিয়েছিল মার্শাল ল এর পক্ষে তাদের সায় নেই মার্শাল ল পরিস্থিতি ঠান্ডা করতে নাও পারে এছাড়াও বিশ্ব পরিস্থিতিও মার্শাল ল এর বিপক্ষে ধারণা করা হচ্ছে এরপরেই হয়তো শেখ হাসিনা দেশ ত্যাগের সিদ্ধান্ত নেন অন্যদিকে একাধিক সূত্র বলছে আন্দোলনকে ভিন্ন খাতে নিতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় বৈঠকে আর তাই গণভবনে থাকা টাকা বন্টন করে দেয়া হয় শেখ হাসিনার ঘনিষ্ঠ জনদের মধ্যে তবে কে কত টাকা পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি 5 আগস্ট আন্দোলন যখন চূড়ান্ত রূপ ধারণ করে তখন পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা এরপর গণভবনে ঢুকে পড়ে ছাত্রজনতা ওই সময় গণভবন থেকে লুট হয়ে যায় বাকি টাকাও তবে ঠিক কত টাকা ছিল তা জানা যায়নি পরে যদিও লুট হওয়া ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা

HTML tutorial