ঢাকা, শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের আইন ইয়াকুব শহরে নিহত ১৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৪, ০২:১১ পিএম

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের আইন ইয়াকুব শহরে নিহত ১৪ জন

লেবাননের সুদূর উত্তরের আইন ইয়াকুব শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। সোমবারের এই হামলায় একটি বিল্ডিং লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যেখানে সিরিয়ার শরণার্থীসহ প্রায় ৩০ জন ব্যক্তি নিরাপত্তার জন্য আশ্রয় নিয়েছিলেন। এ ঘটনার পর শহরের মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো ভবনটি ধ্বংস হয়ে যায়। ধ্বংসস্তূপে আটকে পড়া লোকদের উদ্ধারের জন্য স্থানীয় উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা তৎপরতা চালাচ্ছেন। ঘটনাস্থলে বেঁচে থাকা আহতদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রসঙ্গত, অক্টোবর ২০২৩-এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আইন ইয়াকুবের এই অঞ্চলটি ইসরায়েলি বাহিনীর আক্রমণের সর্বোত্তরের বিন্দু হিসেবে বিবেচিত হচ্ছে। লেবাননের জেবিল জেলার আলমাটে সাম্প্রতিক হামলার পরপরই এই ঘটনা ঘটে, যেখানে সাধারণ মানুষ এবং উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত স্থানে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছিলেন।

HTML tutorial