বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, "বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী দেশের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। দেশের জনগণ এসব চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে প্রস্তুত।"
মির্জা আব্বাস অভিযোগ করেন যে, ভারতীয় কিছু মহল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে। তিনি বলেন, "চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল নিয়ে যে ষড়যন্ত্র চলছে, তা স্পষ্ট। কিছু ভারতীয় মিডিয়া ও সামাজিক মাধ্যমেও এ নিয়ে বিকৃত প্রচারণা চালানো হচ্ছে। তবে তাদের মনে রাখতে হবে, বাংলাদেশ কোনো দয়া বা অনুগ্রহে স্বাধীন হয়নি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আজও যদি কেউ দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলে, ২০ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে।"
মির্জা আব্বাস স্পষ্টভাবে উল্লেখ করেন, ভারতীয় কিছু পত্রিকা ও চ্যানেল মিথ্যা তথ্য ছড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, "বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা প্রচারণা দিয়ে আমাদের দুর্বল দেখানোর চেষ্টা হচ্ছে। তবে এসব প্রচেষ্টা সফল হবে না। দেশের জনগণ এসব চক্রান্তের বিরুদ্ধে সজাগ রয়েছে এবং থাকবে।"
মির্জা আব্বাস বলেন, "বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এ দেশের জনগণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা বিনা প্রশিক্ষণে জীবন বাজি রেখে স্বাধীনতা এনেছিলাম। ঠিক একইভাবে, আজ যদি কেউ দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানতে চায়, দেশের প্রতিটি মানুষ তা প্রতিরোধে জীবন দিতে প্রস্তুত।"
সরকারের নিরবতা নিয়ে মির্জা আব্বাস প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "এই ধরনের ষড়যন্ত্রের মুখে সরকার কেন নীরব? প্রতিবেশী দেশের চক্রান্তের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান দেখা যাচ্ছে না। আমরা চাই সরকার কূটনৈতিকভাবে এ বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরুক এবং দেশের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।"
মির্জা আব্বাসের মতে, বাংলাদেশের মাটি রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এবং এটি কারো দয়ার ওপর নির্ভর করে টিকে নেই। তিনি বলেন, "যারা এ দেশের ওপর কু-দৃষ্টি দিচ্ছে, তাদের বুঝতে হবে যে, বাংলাদেশের জনগণ কখনোই এমন কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। আমাদের ঐক্যই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল শক্তি।"
তিনি আহ্বান জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক থাকতে এবং ঐক্যবদ্ধ থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে।