ঢাকা, রবিবার, এপ্রিল ৬, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৫, ১২:৩০ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই: ড. ইউনূস
HTML tutorial

অন্তর্বর্তী সরকারের আওতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে আওয়ামী লীগের যেসব নেতারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচার দেশের আদালতে হবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ড. ইউনূস এ মন্তব্য করেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মধ্যরাতে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গেল বছরের জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের ওপর দমন-পীড়ন চালানো হয়, যেখানে প্রায় হাজার খানেক মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হন। জাতিসংঘের প্রতিবেদনে এই আন্দোলন দমনকে মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করা হয়েছে এবং আওয়ামী লীগকে এর জন্য দায়ী করা হয়েছে।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, "এই বক্তব্য ২০০০ শহীদ ও ১৫,০০০ থেকে ২০,০০০ আহতের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। আমরা কোনো ষড়যন্ত্র মেনে নেব না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।"

এদিকে, রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও, অন্তর্বর্তী সরকার আপাতত সে পথে হাঁটছে না বলে ইঙ্গিত দিয়েছে। তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের নেতাদের বিচারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় আগামী দিনে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কড়া নজর রাখছেন।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial