ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার বিদেশ সফরকে ঘিরে ষড়যন্ত্র-গুজব চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৫, ০৭:২৮ পিএম

প্রধান উপদেষ্টার বিদেশ সফরকে ঘিরে ষড়যন্ত্র-গুজব চলছে: রিজভী
HTML tutorial

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের বিদেশ সফরকে কেন্দ্র করে পরিকল্পিত ষড়যন্ত্র ও গুজব ছড়ানো হচ্ছে।

দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আর পলাতক ফ্যাসিবাদী চক্র এতে জড়িত।" তিনি আরও অভিযোগ করেন যে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিবর্তে সরকারের একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এদিকে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২৫ মার্চ দলটি আলোচনা সভার আয়োজন করবে এবং ২৬ মার্চ সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে। পরে তারা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবে।

রিজভী আরও বলেন, "প্রধান উপদেষ্টার বিদেশ সফর নিয়ে অপ্রয়োজনীয় ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। তিনি যেকোনো দেশ সফর করতে পারেন, তবে এটি নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।" তিনি অভিযোগ করেন যে, চীন সফরসহ অন্যান্য সম্ভাব্য সফর নিয়ে কৌশলগতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial