ঢাকা, শনিবার, এপ্রিল ৫, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সেনাপ্রধানের ইমামতিতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও অতিথিরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫, ১১:৩৮ এএম

সেনাপ্রধানের ইমামতিতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও অতিথিরা
HTML tutorial

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ইমামতিতে নামাজ আদায়ের কিছু ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যায়, সেনাবাহিনীর উর্দি পরিহিত অবস্থায় তিনি নামাজের ইমামতি করছেন, যেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন মুসল্লি তার পেছনে নামাজ আদায় করেন।

এই দৃশ্য দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা সেনাপ্রধানের প্রশংসা করে নানা ইতিবাচক মন্তব্য করেন। অনেকে মন্তব্য করেছেন যে, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল।

ছবিগুলোর মধ্যে একটি বিশেষ দৃশ্য ছিল যেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে চেয়ারে বসে নামাজ আদায় করতে দেখা যায়। শুধু রাষ্ট্রপতি নয়, বরং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই নামাজে অংশগ্রহণ করেন। জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।

ইফতারের পর অতিথিরা অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন এবং সেই নামাজে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা নামাজে অংশ নেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির আমন্ত্রণে অনুষ্ঠিত এই সংবর্ধনা ও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ইফতার মাহফিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছিল এবং ধর্মীয় এই আনুষ্ঠানিকতা অনেকের মন ছুঁয়ে যায়।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

জাতীয় রিলেটেড নিউজ

HTML tutorial