ঢাকা, বুধবার, এপ্রিল ৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিআইএমস্টেক-এর চেয়ারম্যান হলো ড. ইউনূস: দায়িত্ব হস্তান্তর করলেন থাই প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অনলাইন ডেক্স

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৫, ০৮:০৬ পিএম

বিআইএমস্টেক-এর চেয়ারম্যান হলো ড. ইউনূস: দায়িত্ব হস্তান্তর করলেন থাই প্রধানমন্ত্রী
HTML tutorial

আঞ্চলিক সহযোগিতা সংস্থা BIMSTEC-এর (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) চেয়ারম্যান পদ আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ড থেকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। ব্যাংককে অনুষ্ঠিত BIMSTEC-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে এই দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দেন থাই প্রধানমন্ত্রী।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং বিশ্ববিখ্যাত নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি সম্মেলনে বক্তব্য রাখেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে BIMSTEC-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ড. ইউনূস তাঁর ভাষণে বলেন,

“এই প্রথমবারের মতো বাংলাদেশ BIMSTEC-এর চেয়ারম্যানশিপ গ্রহণ করছে, এটি অত্যন্ত গর্বের বিষয়। আমরা এই দায়িত্বকে সম্মানজনক হিসেবে গ্রহণ করছি এবং সংগঠনের কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন,

“২৮ বছর আগে যেখান থেকে BIMSTEC-এর যাত্রা শুরু হয়েছিল, সেই শহর ব্যাংককেই আমি চেয়ারম্যানশিপ গ্রহণ করছি, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব এবং BIMSTEC-এর দৃশ্যমানতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করব।”

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বাংলাদেশের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন,

“আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই এবং আশা করি বাংলাদেশের অধীনে BIMSTEC আরও কার্যকর ও সমৃদ্ধশালী একটি সংস্থায় পরিণত হবে।”

ড. ইউনূস তাঁর বক্তব্যের শেষাংশে সবাইকে আগামী সপ্তম BIMSTEC শীর্ষ সম্মেলনে ঢাকায় স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

এই দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে BIMSTEC-এ বাংলাদেশের নেতৃত্ব নতুন একটি অধ্যায়ের সূচনা করল, যা আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক উন্নয়ন ও বহুমুখী সহযোগিতার পথকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial