বাংলাদেশের জন্য আবারও বয়ে এলো বিশ্বমঞ্চে গৌরবের ধারা। কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শিশু হাফেজ আনাস মাহফুজ প্রথম স্থান অর্জন করেছেন। রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী আনাস, ৮ থেকে ১২ বছরের শিশু হাফেজদের গ্রুপে বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন।
প্রতিযোগিতার কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী। তাদের এই কৃতিত্ব বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় মাগরিবের পর প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হিসেবে হাফেজ আনাস মাহফুজের নাম এবং কেরাত গ্রুপে তৃতীয় স্থান অধিকারকারী হিসেবে ক্বারী আবু জর গিফারীর নাম ঘোষণা করা হয়।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয়। তিনটি ভিন্ন গ্রুপে অংশগ্রহণকারী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে। বাংলাদেশ থেকে অংশ নেন তিনজন মেধাবী প্রতিনিধি—শিশু হাফেজদের গ্রুপে আনাস মাহফুজ, বড় গ্রুপে হাফেজ সালেহ আহমদ তাকরিম এবং কেরাত গ্রুপে ক্বারী আবু জর গিফারী।
হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি এর আগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩, পিএইচপি কোরআনের আলো আয়োজনে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। কুয়েতের এই বিশ্ব প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে তিনি দেশীয় পর্যায়ে অসংখ্য প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে চূড়ান্ত নির্বাচিত হন।
কুয়েতের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশিদের এই সাফল্য প্রমাণ করে যে, আল কোরআনের শিক্ষা ও তেলাওয়াতের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উল্লেখযোগ্য সাফল্যের মাধ্যমে আনাস মাহফুজ ও আবু জর গিফারীর এই অর্জন শুধু বাংলাদেশ নয়, পুরো মুসলিম উম্মাহকে গর্বিত করেছে।