ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গ্রেনেড দুর্ঘটনায় ইসরায়েল সৈন্য নিহত: সামরিক

মোঃ আরিফুল ইসলাম

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৩, ০২:৪৫ এএম

গ্রেনেড দুর্ঘটনায় ইসরায়েল সৈন্য নিহত: সামরিক

দখলকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকার একটি সামরিক ঘাঁটিতে আকস্মিক গ্রেনেড বিস্ফোরণের পর একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে।

শনিবার রাতে এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোইয়ের অবৈধ ইসরায়েলি বসতির কাছে অবস্থিত কেফির ব্রিগেড প্রশিক্ষণ গ্রাউন্ডের লিভিং কোয়ার্টারে বিস্ফোরণটি ঘটে।

সামরিক বাহিনী বলেছে যে মিলিটারি পুলিশ "ঘটনার পরিস্থিতি" তদন্ত করবে এবং সামরিক প্রসিকিউটরের কাছে তার সিদ্ধান্তে পৌঁছে দেবে।

2022 সালে, ইসরায়েলের সামরিক বাহিনী প্রশিক্ষণ দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর দিয়েছে।

বুধবার, নাকাব (নেগেভ) মরুভূমিতে একটি প্রশিক্ষণ অনুশীলন দুর্ঘটনার সময় একজন সৈনিক পায়ে গুলিবিদ্ধ হন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তিজিলিম ঘাঁটিতে একটি সামরিক মহড়ার সময় ওই সৈন্যকে গুলি করা হয়।

এই বছরের শুরুর দিকে, অধিকৃত পূর্ব জেরুজালেমের কাছে আনাতোট ঘাঁটিতে অপর এক সৈন্যের অস্ত্র থেকে দুর্ঘটনাজনিত স্রাবের পর একজন সৈন্য নিহত হয়।

শনিবারের ঘটনাটি ঘটেছে যখন ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে প্রায় প্রতিদিন অভিযান চালিয়ে যাচ্ছে, যার ফলে গত এক বছরে কয়েক ডজন হত্যা এবং কয়েকশ ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছে।

2022 সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে 13 ফিলিস্তিনি ইতিমধ্যেই ইসরায়েলিদের হাতে নিহত হয়েছে।

সূত্রঃ আল জাজিরা

HTML tutorial