ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মুম্বাই ঘেরাও অভিযানে ভারতের হাজারো মুসলমান, নেপথ্যের কারণ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৫ পিএম

মুম্বাই ঘেরাও অভিযানে ভারতের হাজারো মুসলমান, নেপথ্যের কারণ?

হঠাৎ করেই ফুসে উঠেছে ভারতের মুসলমানরা মুম্বাই অভিমুখে বিশাল বিশাল বহর নিয়ে পদযাত্রা করেছে বিভিন্ন সংগঠন মহারাষ্ট্রের আহমেদনগরে সম্প্রতি মসজিদে ঢুকে মুসল্লিদের মারার হুমকি দিয়েছিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নিতেশ নারায়ণ রানে।
এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিলেন ধর্মগুরু রামগিরি মহারাজ ইসলাম নিয়ে কটুক্তি করায় এবার মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন ।
সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং ফ্রি ফেস জার্নাল জানিয়েছে 23 সেপ্টেম্বর রাতে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলসহ এআইএমআইএম এর সাবেক সংসদ ইমতিয়াজ জলিলের নেতৃত্বে একটি বড় বিক্ষোপ হয়েছে ঘৃণাত্মক বক্তৃতার জন্য বিজেপি বিধায়ক নিতেশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষোবকারীরা ।
বিক্ষোবে মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে জড়ো হতে দেখা যায় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মুম্বাই ঘেরাও করতে এই রোডমার্চে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন 23 সেপ্টেম্বর সন্ধ্যায় শতাধিক গাড়ির এক বহর নিয়ে ছত্রপতি সন্ত্রাসীনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে ।
বিজেপির নিতেশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগেই এই যাত্রা বলে জানিয়েছে তারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই মুম্বাই ঘেরাও কর্মসূচি নিয়েছেন বলে জানিয়েছে মুসল্লিরা ।প্রতিবেদনে আরো বলা হয় হাজার হাজার মুসল্লির এই রোডমার্স মুলুন্ডু টোল প্লাজায় পৌঁছে জেলা কালেক্টর ও অন্যান্য প্রতিনিধিদের সাথে তারা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান এরপর তারা ওই এলাকা থেকে চলে যান টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে সন্ত্রাজীনগর থেকে তিরিঙ্গা সংবিধান র্যালি নামে এই রোডমার্চ শুরু হয় ।
এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি সন্ত্রাজীনগরে আসে এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা করেন এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ জানিয়েছে মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে জানজটের সৃষ্টি হয় শত শত গাড়ি র্যালিতে অংশ নেওয়ায় এমন ঘটনা ঘটেছে ।
অল ইন্ডিয়া মজলিস ও ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল এই রোডমার্চ থেকে রামগিরি মহারাজ এবং নিতেশ রানীকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন এছাড়াও ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি প্রতিবেদনে বলা হয় পুলিশ বাধার কারণে তারা মুম্বাই প্রবেশ করতে পারেনি তাদের রোধে মুম্বাইয়ের প্রবেশদ্বারে প্রায় 3000 পুলিশ মোতায়ন করা হয়।
 পুলিশের জয়েন্ট কমিশনার সত্যনারায়ণ চৌধুরী বলেন পরিস্থিতির উপর কঠোর নজর রাখা হয়েছে তারা সোমবার রাতে কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এই বিক্ষোবে প্রায় 2000 গাড়ি অংশ নেয় ।

HTML tutorial