ঢাকা, সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৪ পিএম

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর

ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে ভারতীয় কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২ ডিসেম্বর) এই ঘটনার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা যায়, এদিন আগরতলার সার্কিট হাউজে অবস্থিত গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশ করে হামলাকারীরা। সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে স্মারকলিপি প্রদান করে। এরপর বিক্ষোভকারীরা ভবনের ভেতরে প্রবেশ করে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর চালায়।

নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাদের বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ এড়াতে পরে সেখানে সিআরপিএফ সদস্যদের মোতায়েন করা হয়। এ ঘটনায় সহকারী হাইকমিশনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবরও পাওয়া গেছে। স্থানীয়দের মতে, সহকারী হাইকমিশন প্রাঙ্গণে বেশ কিছুক্ষণ বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কলকাতার বঙ্গবন্ধু সরণির বাংলাদেশ উপদূতাবাসের সামনে মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে। এই ঘটনার ধারাবাহিকতায় আগরতলার হামলাকে দেখছেন অনেকে।

হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলন নামের একটি সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার রাত ৯টায় ঢাকার রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দিয়েছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এই হামলার ঘটনায় দুই দেশের কূটনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

HTML tutorial