ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী কাব্য

মোঃ আরিফুল ইসলাম

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৩, ০৫:২৭ এএম

ইসলামী কাব্য

>>> আরশের অধীপতি <<
সমস্ত প্রশংসাতো, শুধুমাত্র তার ;
সকল ইবাদাতের যিনি, একক হকদার ।
আরশের অধীপতি, মালিক মহান
তার ভয়ে কম্পমান, জমিন আসমান ।
বড় বড় রাজা বাদশা, তাকে করে ভয়
মুমীনের অন্তরে তার, ভালবাসা রয় ।
মহামহীম আল্লাহ তায়ালা, বড়ই ক্ষমাশীল ;
রহমত ও দয়া করেন, তিনি যে সীমাহীন ।
ভালবাসে যে আল্লাহকে, সে হবে সফল ;
কাফির, মুশরিকের প্রচেষ্টা, সবই হবে বিফল ।

HTML tutorial