এ পথে চলতে গেলে স্মৃতির কাঁটায়
ফুঁটো হয় চলার চরণ
মরণ জ্বালা বুকে আসে হয়না মরণ।।
এপথে আশা লুকায়
সুযোগ পেলে তন্দ্রা এনে
মনের হাল কেমনটা হয় কইনা জেনে।
এমন করে হচ্ছে বুকের সুখ হরণ।।
এপথে মায়ার ময়ূর
চোখের জলের বৃষ্টি ভীজে
কেঁদে গায় বিরহ গান একলা নীজে।
কি করবো সেই গানের সহজ নাম করণ।।