ঢাকা, বুধবার, এপ্রিল ৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্মৃতির কাঁটা মিজানুর রহমান পান্না

মুফতি আহমাদ আলী

মুফতি আহমাদ আলী

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩, ০৫:০১ পিএম

স্মৃতির কাঁটা মিজানুর রহমান পান্না
HTML tutorial

পথে চলতে গেলে স্মৃতির কাঁটায়

ফুঁটো হয় চলার চরণ

মরণ জ্বালা বুকে আসে হয়না মরণ।।

এপথে আশা লুকায়

সুযোগ পেলে তন্দ্রা এনে

মনের হাল কেমনটা হয় কইনা জেনে।

এমন করে হচ্ছে বুকের সুখ হরণ।।

এপথে মায়ার ময়ূর

চোখের জলের বৃষ্টি ভীজে

কেঁদে গায় বিরহ গান একলা নীজে।

কি করবো সেই গানের সহজ নাম করণ।।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial