ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
HTML tutorial

উড়াল পাখি (মিজানুর রহমান পান্না)

মুফতি আহমাদ আলী

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৩, ০৯:০১ এএম

alo
উড়াল পাখি (মিজানুর রহমান পান্না)
alo

তুমি ধরতে জানো উড়াল পাখি।

মন্ত্র জানো দেয়না ফাকি

সুযোগ বুজে তাঁর সাথে কর চালাকি-!!

পাখিটি সুর হারায় গান হারায়

সব হারিয়ে একা সে- রাস্তায় দাঁড়ায়।

তুমি হাসো তখন।

বুজনা এই হারানোর জ্বালা কি।।

বেদনায় মন ভাঙে প্রান ভাঙে

বুক ভাসানো জলে তাঁর জীবন রাঙে।

তুমি গল্প করো -

স্বপ্ন দেখা সকলের ঠিক নাকি

alo
alo
alo
alo